গোয়ার একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে নিজের চার বছরের ছেলেকে খুন করার অভিযোগে আর্টিফিশয়াল ইন্টালিজেন্স স্টার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা সূচনা শেঠ নিজের ৪ বছরের শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার জন্য তোয়ালে বা বালিশ ব্যবহার করেছিলেন বলে এক চিকিৎসক জানিয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে শেঠকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার গোয়ায় নিয়ে আসা হয়, যখন তিনি তার ছেলেকে হত্যা করে একটি ব্যাগে ভরে প্রতিবেশী রাজ্য কর্ণাটকে ট্যাক্সিতে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে গত ৬ থেকে ৮ জানুয়ারির মধ্যে। ছেলেটির শেষকৃত্য আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
মা সূচনা শেঠের হাতে খুন হওয়া চার বছরের শিশুটিকে পরিকল্পিত বলে মনে হচ্ছে বলে বুধবার জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মহিলার ঘরে কিছু খালি কাশির সিরাপের বোতল পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।
এ ঘটনায় আরও তদন্ত চলছে।
বেঙ্গালুরুর সিইও সুচনা শেঠের স্বামী ভেঙ্কট রমন গত ৭ জানুয়ারি ইন্দোনেশিয়া থেকে ভিডিও কলে তাঁর চার বছরের ছেলের সঙ্গে শেষবারের মতো কথা বলেন বলে জানিয়েছে পুলিশ।
Bengaluru CEO smothered son
বেঙ্গালুরু শিশু খুন: বালিশ চাপা দিয়ে শিশুকে খুন মায়ের
×
Comments :0