Sujan Chakrabarty

ধর্ম নিয়ে রাজনীতিকে ঘৃণা করতেন সুভাষচন্দ্র, মনে রাখা উচিত মোদী বাহিনীর: চক্রবর্তী

রাজ্য কলকাতা

নেতাজী সুভাষচন্দ্র বসু ধর্মাশ্রয়ী রাজনীতির প্রবল বিরোধী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাহিনীকে সেকথা মনে করিয়ে দেওয়া জরুরি।
শুক্রবার, ২৩ জানুয়ারি, সংবাদমাধ্যমের প্রশ্নে একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন বইমেলায় একাধিক স্টলে যান তিনি। 
এদিন মোদী সুভাষচন্দ্র প্রসঙ্গে ভাষণে দেন। ভাষণে সেলুলার জেল প্রসঙ্গে একজনেরই নাম করেছেন, তিনি উগ্র হিন্দুত্ববাদ এবং দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা বীর সাভারকর। ‘পরাক্রম দিবস’ প্রসঙ্গে মোদী দাবি করেছেন নেতাজীর চিন্তার প্রসারের জন্য তাঁর সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। অতীতে কেন্দ্রের বিভিন্ন সরকার নেতাজীকে অবহেলা করেছে। 


চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ওদের মনে করিয়ে দেওয়া দরকার নেতাজী কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে ধর্মের কোনও স্থান রাজনীতিতে হতে পারে না। নেতাজী বলতেন ধর্মকে যারা রাজনীতিতে টেনে আনছেন তাদের ঘৃণা করি। ফলে দেশের মানুষের উচিত নরেন্দ্র মোদীর বাহিনীকে ঘৃণা করা যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িকতা করে।    
শুক্রবারই কলকাতায় আসেন ইডি’র ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাক তল্লাশি সময় মুখ্যমন্ত্রীর ফাইল ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নবীন কথা বলবেন বলে কেন্দ্রীয় সংস্থার কোনও কোনও সূত্রের দাবি। মূল যে বিষয়, সেই কয়লা পাচার কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়েও আলোচনা করার কথা রয়েছে। 
এই প্রসঙ্গে অপর এক প্রশ্নে চক্রবর্তী বলেন, ইডি-র ডিরেক্টর আর যে কারণেই আসুন অন্তত এমন কিছু করতে আসছেন না যাতে তৃণমূল বিপদে পড়ে। মনে রাখতে হবে তল্লাশি মাঝে ঢুকে পড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাইল লুট করে চলে গিয়েছেন বলে ইডি অভিযোগ করেছে। ইডি যার অধীন সেই কেন্দ্রীয় সরকার এতদিন চুপ করে থাকলেন কেন? ইডি-র সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে এই যে ছিনতাই করে নেওয়ার কথা বলা হয়েছে এটা তৃণমূল-বিজেপি বোঝাপড়ার অংশ, ‘পার্ট অব দ্যা গেম’।

Comments :0

Login to leave a comment