THOMAS TUCHEL

ইংল্যান্ডের দায়িত্বে থমাস টুখেল

খেলা

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হলেন জার্মান কোচ থমাস টুখেল। তালিকায় অনেক বড় বড় কোচের নাম থাকলেও শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের পোড়খাওয়া থমাস টুখেলের উপরই দায়িত্ব বর্তালো ' থ্রি লায়ন্সদের ' । কোচ হিসেবে ঈর্ষণীয় পরিসংখ্যান টুখেলের। ইউরোপের বড় বড় দলগুলিকে কোচিং করিয়েছেন তিনি । ২০১৬ - ১৭ মরশুমে বরুসিয়া ডর্টমুন্ডকে ডিএফবি পোকাল ট্রফি জেতানোর পর যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে। সেখানে ২০১৮ - ২০২০ পর্যন্ত একবার লিগ ওয়ান ও একবার কুপ ডে ফ্রান্স ট্রফি জেতেন। চেলসির হয়ে মাত্র একটি মরশুম ( ২০২১ - ২২ ) কোচিং করালেও সেখানেই তার সাফল্য সবথেকে বেশি। প্রায় ১২ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে এসে অমর হয়ে যান চেলসির সমর্থকদের হৃদয়ে। সেই বছর চেলসিকে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও জেতান তিনি। শেষবার ২০২২ - ২৩ মরশুমে বায়ার্নকে জেতান বুন্দেসলিগা। কিন্তু ক্লাব ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ভালো না হওয়ায় প্রত্যেকবারই তাকে ছাঁটাই হতে হয়েছে ক্লাবগুলো থেকে। তবে প্রিমিয়ার লিগে কোচিং করানোর সুবাদে হাতের তালুর মতোই চেনেন পুরো ইংল্যান্ড ফুটবলের পরিকাঠামো। তাই তার অনর্ভুক্তিতে ১৯৬৬ পর ফের একবার  স্বপ্ন দেখতে শুরু করেছে ইংলিশরা।

Comments :0

Login to leave a comment