Baidyabati Cooperative Rigging TMC

বৈদ্যবাটিতে সমবায় দখল করতে ছাপ্পা তৃণমূলের, মার প্রার্থীকে

জেলা

বৈদ্যবাটি-শেওড়াফুলি কো অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচনে তৃণমূলের হামলার পর উত্তেজনা।

বৈদ্যবাটিতে সমবায় ব্যাঙ্ক নির্বাচনে ব্যাপক ছাপ্পা চালালো তৃণমূল। ভোটদান কেন্দ্র থেকে চুরি গেলো গেলো প্রার্থীর ঘড়ি। 
রবিবার সকালে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন স্কুলে  তৃণমূলের চাপদানির বিধায়ক অরিন্দম গুই ও বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর নেতৃত্বে বিশাল দুষ্কৃতী বাহিনী স্কুলে ঢুকে সমস্ত বিরোধী এজেন্ট ও প্রার্থীদের মেরে বের করে দেয়। প্রার্থী আশিস মুখার্জির কলার ধরে তাঁকে নিগ্রহ করে জনা কয়েক তৃণমূলী দুষ্কৃতী। স্বয়ং চেয়ারম্যান নিজে কলার ধরে নিগ্রহ করেন বলে অভিযোগ। প্রার্থীর হাতের ঘড়িটিও মেরে ছিনতাই করে নেওয়া হয়। 
সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে কল্যাণ চ্যাটার্জি বলেন, ‘‘একদল তৃণমূলী দুষ্কৃতী ঢুকেই প্রিসাইডিং অফিসারের থেকে ব্যালট পেপারের গোছা ছিনিয়ে নিয়ে বুথের ভেতরে ঢুকে যায় ছাপ্পা দেবার জন্য। আমি বললাম এটা কী হচ্ছে! তখন উল্টে ওরা আমাকে বলছে ‘আপনি ভোট ডিসটার্ব করছেন‘।’’
তিনি বলেন, ‘‘ যখন বললাম আমি প্রার্থী আশিস মুখার্জির এজেন্ট কল্যাণ চ্যাটার্জি, তখন ওরা আমাকে বলল অ্যারেস্ট করে জেলে ভরে দেবে।’’ 
গণতান্ত্রিক আন্দোলনের নেতা চন্ডীদাস ভট্টাচার্য বলেন, ‘‘বৈদ্যবাটি-শেওড়াফুলি কো অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচনে ‘ব্যাঙ্ক বাঁচাও মঞ্চ’ গড়ে নির্বাচনে শামিল হন নাগরিকরা। পুলিশি প্রতিশ্রুতি সত্ত্বেও ব্যাপক রিগিং হয়েছে, ক্যান্ডিডেট দের মারা হয়েছে। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।’’

Comments :0

Login to leave a comment