শীত বিদায়ের ঘন্টা বেজেছিল আগেই। ভোর বা রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও দিনের তাপমাত্রা এতটাই বেড়েছে যে শীতবস্ত্র খানিক গরম ধরাচ্ছে শহরবাসীর। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রার পারদ চড়েছে। উত্তর-পশ্চিম ভারতে থাকা পশ্চিমি ঝঞ্ঝার জেরেই তাপমাত্রার এই পরিবর্তন বলে জানাচ্ছে হাওয়া অফিস।
রবিবার ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ মূলত পরিষ্কারই ছিল। এদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বঙ্গের সব জেলাতেই শুস্ক আবহাওয়াই থাকবে। আগামী ৭ দিনে দুই বঙ্গেরই রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। উত্তর -পশ্চিম ভারতে থাকা পশ্চিমি ঝঞ্ঝা ও দক্ষিণ কর্নাটকে উপর অবস্থিত ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গের আবহাওয়ার এই পরিবর্তন ঘটছে। তবে দুই বঙ্গেই কুয়াশার সতর্কতা রয়েছে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান সহ দুই ২৪ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় জারি থাকছে ঘন কুয়াশার সতর্কতা। ফলে কমবে দৃশ্যমানতা।
শনিবার দক্ষিণবঙ্গের কল্যাণীতাই সবচেয়ে কম তাপমাত্রা ছিল। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে কোচবিহারেই সবচেয়ে কম তাপমাত্রা ছিল। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস ।
Comments :0