বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে শনিবার থেকে ডি গ্রুপে সাতজন কর্মী নিয়োগ হয়েছে। যে নিয়োগটা পুরোটাই বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে দাবি বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের ভাস্কর মিত্রের। পাশাপাশি তিনি বিষয়টি উল্লেখ করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানান এবং তাৎপর্যপূর্ণভাবে একাধিক প্রশ্ন তোলেন। তিনি এও জানান রবিবার তিনি এবং তার অনুগামীদেরকে নিয়ে সিএমওএইচের দপ্তরে যাবেন এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন ।
যদিও বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচ রবিউল ইসলাম গাজী জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
ছবি: সোস্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতার।
Comments :0