Minneapolis Shooting

মিনিয়াপোলিসে যুবক হত্যায় ট্রাম্প প্রশাসনের মিথ্যা ফাঁস, ক্ষোভ আমেরিকায়

আন্তর্জাতিক

হাতে ছিল মোবাইল। সেটিকেই ‘অস্ত্র’ বলে চালাচ্ছিল ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। মিনিয়াপলিসে নতুন হত্যাকাণ্ডের দেখা গিয়েছে নিহত যুবক আদৌ কোন অস্ত্র নিয়ে কোন নিরাপত্তা কর্মীর দিকে তেড়ে যাননি। 
আমেরিকার অভিবাসন রোধ ও শুল্ক বাহিনী বা ‘আইস’ এই নিয়ে আমেরিকার তিন নাগরিককে হত্যা করল প্রকাশ্য রাস্তায়। মিনিয়া পুলিশে ই কিছুদিন আগেই আরেক নাগরিককে হত্যা করেছে এই বাহিনী। 
অভিবাসন রোধের নামে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পাঠানো এই বাহিনীর বেপরোয়া তান্ডবের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে শামিল হচ্ছেন সে দেশের নাগরিকরা। 
আইস বাহিনীর হাতে নিহত হয়েছেন মধ্য ত্রিশের যুবক আলেক্স প্রিটি। তার কাছে ছিল একটি সেমি অটোমেটিক বন্দুক। মিনিয়া পুলিশের প্রশাসন জানিয়েছে অনুমতি নিয়েই সেই অস্ত্র নিজের কাছে রাখতেন প্রিটি। 
সম্প্রতি আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে এই যুবককে ঘিরে ধরেছে বাহিনী। তাকে লক্ষ্য করে চোখ জালানো স্প্রে ছেঁটেছে রক্ষী বাহিনী। চোখ বাঁচাতে চেষ্টা করছেন যুবক। একহাত তুলে রয়েছেন সেই হাতে মোবাইল। রক্ষী বাহিনী ঘিরে ধরে মাটিতে ফেলেছে যুবককে। পাওয়া গিয়েছে তার নিজের আত্মরক্ষায় রাখা রিভলবার। এরপরই দশটি গুলি ছোড়ে রক্ষী বাহিনী। 
অথচ ট্রাম্পের হোম ল্যান্ড সিকিউরিটি দাবী করেছিল যে রক্ষীরা আক্রান্ত হয়ে নিজেদের বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয়।
ডাহা মিথ্যে প্রকাশ হয়ে যেতে তীব্র ক্ষোভ জানিয়েছে নিহত যুবকের পরিবার। ক্ষোভ ছড়াচ্ছে আমেরিকার সর্বত্র। চ্যাম্পের অভিবাসন রক্ষিতের হাতে আমেরিকায় মোট তিনজন নিহত। ভর পাকড় করতে নেমেই আতঙ্ক ছড়াচ্ছে বাহিনী। মিনিয়াপলিসেই এর আগে এক মহিলাকে হত্যা করে এই বাহিনী।

Comments :0

Login to leave a comment