Trump Asset

সাধারণ পরিবারের তুলনায় ১৬,৭২০ গুণ সম্পত্তি বাড়ালেন ট্রাম্প!

আন্তর্জাতিক

২০২৪ সালে দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। সংবাদ প্রতিষ্ঠান নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ হওয়া খবর অনুযায়ী শেষ এক বছরে ট্রাম্পের ব্যক্তিগত আয় বেড়েছে বিপুল। এই একই সময় আমেরিকার গড় পারিবারিক আয় কমেছে। 
ভারতীয় মুদ্রায় দ্বিতীয় বার রাষ্ট্রপতি হওয়ার পর ১২ মাসে ব্যক্তিগতভাবে ১২হাজার ৮৬০ টাকা কামিয়ে নিয়েছেন। অনুমিত হিসেব অনুযায়ী ১২ মাসে নতুন সম্পত্তি আমেরিকার গড়পড়তা পারিবারিক আয়ের প্রায় ১৬,৭২০ গুন।   
২০২৫ সালের জানুয়ারিতে ফের রাষ্ট্রপতি হওয়ার ট্রাম্প সেই ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসায়িক মুনাফা করেছেন বলে অভিযোগ উঠছে আমেরিকাতেই।  পরিসংখ্যানে পৌঁছানোর জন্য, নিউ ইয়র্ক টাইমস বিভিন্ন সংবাদ সংস্থার বিশ্লেষণের উপর নির্ভর করেছে। তবে মনে করা হচ্ছে এই সংখ্যা হিমশৈলের চূড়া মাত্র। কারণ তার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন জনসাধারণের কাছে প্রকাশ করা হয় না।
ট্রাম্পের ব্যাক্তিগত আয়ের অন্যতম প্রধান উৎস বিলাসবহুল আবাসনের ব্যবসা। বিভিন্ন দেশে ব্যবসায়িক প্রকল্পে 'ট্রাম্প' নামটি ব্যবহারের লাইসেন্স থেকে  ট্রাম্প প্রায় ২৩ মিলিয়ন ডলার কামিয়েছেন। এর মধ্যে রয়েছে ওমানের একটি বিলাসবহুল হোটেল, সৌদি আরবে একটি গলফ কোর্স এবং মহারাষ্ট্রে একটি অফিস টাওয়ার। পুনের 'ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার' হবে ভারতে প্রথম ট্রাম্প-ব্র্যান্ডেড বাণিজ্যিক রিয়েল এস্টেট প্রকল্প। এটি জন্য ট্রাম্প ২৮৯ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ উপার্জন করবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প কয়েক মাস আগে তার শুল্কযুদ্ধ ও সম্পর্কের টানাপোড়েনের সময় ভারতকে ‘মৃত অর্থনীতি‘ বলে দাগিয়ে দিয়েছিলেন।
এদিকে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের মাঝেই ‘বোর্ড অব পিস’-এ চুক্তিতে সইয়ের অনুষ্ঠান করেন ট্রাম্প। দাবি করেছেন ৫৯টি দেশ ‘গাজার পুনর্গঠনে’ এই উদ্যোগে সই করেছে। গাজায় সংঘর্ষবিরতির দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। 
কোনও কোনও অংশ বলছে যে হোয়াইট হাউস গত সপ্তাহে এই বোর্ড তৈরি সংক্রান্ত যে সনদ প্রকাশ করেছিল সেখানে গাজার উল্লেখ নেই। 
ট্রাম্পের ইউরোপীয় সঙ্গী ফ্রান্স বা ব্রিটেন যদিও এই দাবি ঘিরে সংশয় জানিয়ে নিজেদের দূরে রেখেছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল অভিযান ঘিরে ইউরোপীয় সঙ্গীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে আগেই। 
জানা গিয়েছে, দাভোসে এই ‘বোর্ড অব পিস’ ঘোষণার অনুষ্ঠানে ভারতের কোনও প্রতিনিধি মঞ্চে ছিলেন না।

Comments :0

Login to leave a comment