National Games

ন্যাশনাল গেমসে জুডোয় সোনা তুলিকার

খেলা

ন্যাশনাল গেমসে জুডোয় সোনা জিতেছেন কমনওয়েলথে পদকজয়ী তুলিকা মান।
দেরাদুনে মহারানা প্রতাপ স্পোর্টস কলেজে বুধবার জুডোয় ৭৮ কেজি বিভাগের ফাইনালে দিল্লির তুলিকা হারিয়েছেন পাঞ্জাবের রাজবিন্দর কৌরকে। ২০২২’র কমনওয়েলথে রুপো জিতেছিলেন মান।
বাংলার শংসা সরকার এবং মণিপুরের লইসরম রোশিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
পুরুষদের একশো কেজি বিভাগে যশ বিজয়রান সার্ভিসেসের হয়ে সোনা জিতেছেন জুডোতে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন