Gang Raped in Tripura

ত্রিপুরায় দুই উপজাতি নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

জাতীয়

Gang Raped in Tripura


এবার ত্রিপুরায় দুই উপজাতি নাবালিকা দলবদ্ধ ধর্ষণের শিকার। আগরতলায় কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে চলন্ত গাড়িতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে আছে রাজ্য। তারমধ্যেই শুক্রবার এই ঘটনা সামনে এসেছে। বিজেপি’র ডবল ইঞ্জিনের সরকারের আমলে আইন শৃঙ্খলা কোন তলানিতে পৌঁছেছে এই ঘটনায় তা ফের স্পষ্ট হয়েছে। 
অমরপুর মহকুমায় চণ্ডীবাড়ি মন্দিরকে কেন্দ্র করে বৈশাখী মেলা হয় সাত দিন ধরে। নতুনবাজার থানাধীন এলাকার রিয়াং সম্প্রদায়ভুক্ত দুই উপজাতি কিশোরী পাড়ার পরিচিত এক মামার সাথে মেলায় এসেছিল। পরে মামাকে বলে রাত এগারটা নাগাদ দুই উপজাতি কিশোরী তাদের ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে যায় মেলা প্রাঙ্গণেই। পাড়ার মামা মেলাতেই অপেক্ষা করতে থাকেন দুই কিশোরীর ফিরে আসার জন্য। কিন্তু উপজাতি দুই কিশোরীকে তাদের ফেসবুকের দুই বন্ধু কিছুটা দূরে ঘোরাঘুরির কথা বলে দুটি বাইকে তুলে নেয়। কিছুটা দূরে যাওয়ার পর মেয়ে দু'টি বুঝতে পারে তাদের সাথে অসৎ কর্ম করার পরিকল্পনা হচ্ছে। সুযোগ বুঝে একটি মেয়ে পাড়ার মামাকে ফোন করে বলে অমরপুর ফায়ার সার্ভিস সংলগ্ন রোড দিয়ে তাদেরকে অপরিচিত কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফোন পেয়ে সেই মামা তৎক্ষণাৎ বীরগঞ্জ থানার পুলিশকে পুরো ঘটনা জানালে পুলিশ মেয়ে দুটিকে উদ্ধারের কাজে নামে। রাত আড়াইটা নাগাদ উপজাতি দুই কিশোরীকে ফের মেলার কাছাকাছি ফটিক সাগরের পাড়ে ছেড়ে দিয়ে যায় ফেসবুকের মাধ্যমে পরিচিত বন্ধুরা।


বীরগঞ্জ থানার পুলিশ মেয়ে দু'টিকে উদ্ধার করে জানতে পারে তিনঘড়িয়ার গভীর জঙ্গলের রাবার বাগানে নিয়ে গিয়ে দশ জন মিলে পরপর ধর্ষণ করেছে তাদের। বীরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার এই গণধর্ষণের ঘটনায় ছেচুয়া এলাকার যুবক মেলারাই জমাতিয়াকে আটক করে। তাকে মুখ্য অভিযুক্ত করে মামলা নং-৪/২০২৩ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছিল। ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার বীরগঞ্জ ও অম্পি থানায় গিয়ে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে খোঁজ নেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন বলে খবর। এসপি'র নির্দেশ পেয়ে পুলিশ বৃহস্পতিবার দৌড়ঝাঁপ শুরু করে এবং মূল অভিযুক্ত মেলারাইকে আটক করে। শুক্রবার এ ঘটনায় যুক্ত আরো ৮ জনকে আটক করে অম্পি থানার পুলিশ। তাদের শনিবার আদালতে তোলা হবে। রাজ্যের দু'প্রান্তে পর পর দুটি দলবদ্ধ ধর্ষণের জঘন্য ঘটনায় স্তম্ভিত গোটা সমাজ। কোন দিকে ধাবিত হচ্ছে ত্রিপুরা-তারই উত্তর খুঁজছেন সচেতন মহল।


এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ত্রিপুরা রাজা কমিটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৮ সালে আরএসএস নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের বর্বরতা বেড়েই চলছে। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় নিশ্চিন্তে দিন কাটাচ্ছে। অমরপুরের ছেছুয়ার দুই জন রিয়াং উপজাতি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের সাথে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহিলা সমিতি।

Comments :0

Login to leave a comment