US Elections

মার্কিন কংগ্রেস নির্বাচন: কোন দিকে ঘুরছে হাওয়া?

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত মিড টার্ম নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দুনিয়া। চড়ছে পারদ। এখনও পর্যন্ত যা ফলাফল আসছে তাতে দেখা যাচ্ছে রিপাবলিকানদের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যা ফলাফল আসছে তাতে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ২০৭টি আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা ১৮৪টিতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে ২১৮টি আসন।
নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ সংখ্যাগরিষ্ঠতা হারানোর অর্থ মেয়াদের বাকী দু’বছর প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশাসন চালাতে সমস্যায় পড়তে হবে। 
সেনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনে ভোট হয়েছে যার মধ্যে ৪৮টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৯টি রিপাব্লিকানদের হাতে। 
চড়া হারে মূল্যবৃদ্ধি, অভিবাসন, বাড়তে থাকা বর্ণবাদী হিংসার মতো বিষয়গুলিতে ব্যাকফুটে জো বাইডেন প্রশাসন। এই বিষয়গুলি পক্ষে যাবে ধরেই প্রচার চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি এবং সংবাদ মাধ্যমের একাংশ। যদিও তাদের প্রচার অনুযায়ী পূর্বাভাষ মিলছে না এই নির্বাচনে। হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।

Comments :0

Login to leave a comment