মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সমরিক বাহিনী শনিবার ইয়েমেনে হুথি নিয়ন্ত্রীত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুথিদের ১৩ টি স্থানে ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘ন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে ৩৬টি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের ক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যেই ক্ষেপনাস্ত্র হামলা। এই হামলা চালতে সক্রিয় ভূমিকা পালন করেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস। বিবৃতিতে আরো জানানো হয়েছে যৌথ বাহিনী হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুতের স্থান, ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার রয়েছে, এমন ১৩টি স্থানকে লক্ষ্যবস্তু করেছে’’।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, “এই সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে হুতিদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে যে তারা যদি লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করে তবে তাদের আরো পরিণতি ভোগ করতে হবে’’।
US and UK Hit
হুথি ঘাঁটিতে হামলা ব্রিটেনে আমেরিকার
×
Comments :0