উৎসবে অনুভবে
মুক্তধারা
কবিতা
দ্বিধা
-------------------------
অপূর্ব কোলে
-------------------------
২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
ঈশ্বরের বাড়ি আর কতদূর?
পায়জামা পরানো হৃৎপিণ্ড লাব শব্দে ডুবে যায়
আমি সব ছেড়ে রাঙাচরণ খুঁজতে পারি না।
শুধু দেখি,
দোয়েলটি কীভাবে খুঁটে নিচ্ছে পেয়ারার পাকস্থলি...
ভাবছি, ঈশ্বরের বাড়ি কী যেতেই হবে?
না,ফিরে যাব পুরনো আস্তানায়
ঠিক এই সমস্যায় কেটে গেল পঞ্চাশ বছর!
কোনো দলেই নাম লেখানো যাচ্ছে না
দ্বিধান্বিত বসে আছি , বসেই আছি..
Comments :0