ফের বোমা বিস্ফোরণ, ফের বিপন্ন শৈশব। এবার হাওড়ায় বোমা বিস্ফোরণে আহত এক শিশু। আতঙ্ক ছড়াল গোটা গ্রামজুড়ে। গুরুতর জখম ওই শিশুর বর্তমানে চিকিৎসা চলছে হাসপাতালে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও ৩ কিশোর খেলতে গিয়েছিল মাঠে। সেখানে পড়ে থাকা অব্যবহৃত বাজিতে আগুন দিতেই বিস্ফোরণে গুরুতর জখম হল রোশন সিং নামে আট বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ ব্যাঁটরা মাতৃ সংঘের মাঠে। স্থানীয় বাসিন্দারা জানান অন্যান্য দিনের মত এদিন দুপুর ৩ টা নাগাদ রোশন সিং সহ তিন কিশোর মাঠে এসে খেলাধুলা করছিল। হঠাৎই বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দারা দেখেন হাতে ও চোখে গুরুতর চোট পেয়ে মাঠেই পড়ে আছে রোশন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে হাওড়া হাসপাতালে রোশনকে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোশনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থলে পৌঁছায় ব্যাটরা থানার পুলিশ। কিভাবে মাঠে অব্যবহৃত বাজি পড়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Bomb Blast
হাওড়ায় বোমা বিস্ফোরণে জখম শিশু
×
Comments :0