উৎসবে অনুভবে
মুক্তধারা
কবিতা
হে নূতন
-------------------------
গৌরী সেনগুপ্ত
-------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
এই তো জীবনধারা
সৃষ্টির পথ ধরে বিচ্ছুরণ
প্রাত্যহিককে ধরে রাখা সময়ের অঙ্কে
সযত্নে তুলে রাখা চলার হিসাব
সময়ের প্রতি কোষে
রং তুলি মশলার কারু
বলে দেয় চালচিত্রে নির্মাণ সৌরভ
বলে দেয় শুধু পদ্ম শিউলি আর কাশফুল নয়
শ্রমও গড়ে দেয় অষ্টমী নবমীর প্রাণকথা
এই তো নন্দনের পথ বেয়ে জমাট আবেগ
হাতে হাত রেখে চলে কালের বাগধারা
সেই ধারাপাতে ফুটে ওঠে
ঐক্য আর হৃদয়ের নতুন প্রস্তুতি ।
Comments :0