উৎসবে অনুভবে
মুক্তধারা
সকাল
-------------------------
তরুণ মিত্র
-------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
তোমাকে আজ একটু অন্যভাবে পেলাম,সকাল
ভাসছে আলোয় পাহাড়-নদী হাসছে সবুজ মাঠ
কেউ বেঁধেছে মুঠোফোনে, পিরিতের ফরম্যাট
কিন্তু কি লিখছে সে ! লিখছে, লিখতে লিখতে
এক পৃথিবী সোজা-সাপ্টা...
গেলাস গড়ায়, বোতল গড়ায়, ছড়িয়ে যাচ্ছে স্বামী
বলছি ওকে অনেক কিছুই, সব যেন পাগলামি।
পাগলামি ? পাগল জানে কী ? হাওয়ার ওজন কত হতে পারে !
পেজমার্কে রেখে দিয়েছে— লাল, সাদা সব গোলাপ
মনের কোণে জড়িয়ে নিল; আস্ত একটা ছাপ !
সকাল এসো আবার। আবারও... আবার...
Comments :0