তৃণমূলের খুনে বাহিনীর মারে আহত সিপিআই(এম) কর্মী বৃদ্ধ শুকুর আলি শেখ (৬০) মারা গেলেন। কৃষ্ণনগর~১ ব্লকের ভালুকায় তাঁর বাড়ি।
মুখ্যমন্ত্রী মুখ বুঁজে বসে রয়েছেন। নির্বাচন কমিশন ঠুঁটো। আর তৃণমূলের খুনে বাহিনী তাণ্ডব চালাচ্ছে। অরাজক অবস্থার আরেক নমুনা কমকেড শুকুর আলি শেখের মৃত্যু।
কমরেড শুকুর আলি শেখের পুত্রবধূ সমিতা বিবি সিপিআই(এম) প্রার্থী।
শনিবার, ভোটের দিন, তৃণমূলের প্রার্থী জিন্নাতের নেতৃত্বে মানোয়ার ইনাত, মজিবুল, হানিফ সহ তৃণমূলের কুড়ি-বাইশ জন দুষ্কৃতী বৃদ্ধ শুকুর আলি শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেই সময় তাকে বাঁচাতে ছুটে যান তাঁর ছেলে শামসুর শেখ। তাঁকেও বেধড়ক মারধর শুরু করলে কোন রকমে পালিয়ে এসে প্রাণ বাঁচান শামসুর। তাঁর এক ভাইকেও মারধর করা হয়।
বৃদ্ধ শুকুর আলি শেখকে কোনরকমে তারপরে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে চাইলেও আতঙ্কে তিনি ঘর ছাড়তে চাননি।
এর আগে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল তাঁকে। চারিদিকে সন্ত্রাস দেখে তিনি আরো আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।
সোমবার ভোর রাতে তিনি অসুস্থতা বোধ করেন। বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এরপর তাঁকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তৃণমূলের খুনে বাহিনীর অত্যাচারে তীব্র ক্ষোভ রয়েছে এলাকায়।
Comments :0