Deputy Speaker

মানুষের ক্ষোভে আটকে রইলেন উপাধ্যক্ষ

রাজ্য

Deputy Speaker

মানুষের বিক্ষোভে আটকে রইল রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জির গাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার গদাধরপুরে। জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকার কুমোরপাড়ায় ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। এই মৃত্যকে ঘিরে এবং ডাম্পার আটক করে স্থানীয় বাসিন্দারা  মল্লারপুর যাওয়ার রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।  সেই সময় রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ওই রাস্তা দিয়ে কলকাতা রামপুরহাট ফিরছিলেন। সেই সময় তার গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। তারা আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন, এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। বরং পুলিশ ব্যস্ত থাকে লরি, ট্রাক থেকে টাকা তুলতে। প্রায় কুড়ি মিনিট আটকে রাখা হয় ডেপুটি স্পিকারকে। বিক্ষোভের জেরে পেছোতেও হয়েছে ডেপুটি স্পিকারের গাড়িকে। স্বাভাবিকভাবেই সক্রিয় হয় পুলিশ। এলাকার বিক্ষুব্ধ মানুষকে বোঝানোর মরিয়া চেষ্টা চালায় পুলিশ। বেশ কিছু সময় বাদে মানুষ সাময়িক ক্ষান্ত হয়। পথ ফাঁকা করলে ডেপুটি স্পিকারের কনভয় এলাকা ছাড়ে।

Comments :0

Login to leave a comment