West Bengal Panchayat Elections ketugram

কেতুগ্রামে হামলায় আহত সিপিআই(এম) কর্মীর মৃত্যু

রাজ্য পঞ্চায়েত ২০২৩

West Bengal Panchayat Elections ketugram

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলী হিংসায় শহিদ হলেন কেতুগ্রাম ২ ব্লকের কেতুগ্রাম উত্তর দাসপাড়ার সিপিআই(এম) কর্মী কমরেড পুলক সরকার(৫৫)। তিনি রেলওয়ে কনট্রাকটর-এর অধীনে শিলিগুড়িতে কাজ করতেন। গত ৪ জুলাই তাঁর বাড়ি কেতুগ্রামে আসেন এবং সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেন। ৮ জুলাই নির্বাচনের দিন কেতুগ্রাম থানার থেকে খুবই কাছে কেতুগ্রাম উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে ২০০ মিটার দূরে কেতুগ্রাম উত্তর দাসপাড়া এলাকায় পার্টির বুথ ক্যাম্পে কমরেড পুলক সরকার অন্য কমরেডদের সাথে যখন কাজ করছিলেন। 

সেই সময় তৃণমূল-দুষ্কৃতীরা আক্রমণ করে। কমরেড পুলক সরকার সহ ৫ জন সিপিআই(এম) কর্মী আহত হন। গুরুতর জখম হন কমরেড পুলক সরকার। কেতুগ্রাম হাসপাতালে চিকিৎসার পর ৪ জন কমরেডকে বাড়ি পাঠানো হলেও অবস্থার অবনতি হতে থাকায় ৮ জুলাই সন্ধ্যায় পুলক সরকারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ৯ জুলাই রাতে তাঁকে কলকাতা এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র বর্তমান।


 

Comments :0

Login to leave a comment