Panchayat Poll 2023 Result

সন্ত্রাস রুখে জয় ছিনিয়ে আনছে বামফ্রন্ট, কংগ্রেসও

রাজ্য পঞ্চায়েত ২০২৩

Panchayat Poll 2023 Result গ্রাফিক্স মনীষ দেব

 


বেলাগাম সন্ত্রাস, ভোট লুট সত্ত্বেও লড়াইয়ের জমি ছাড়ছে না বামফ্রন্ট। কংগ্রেস এবং সহযোগী অন্যরাও রয়েছে লড়াইয়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত হিসেব অনুযায়ী, ৬৪৪টি আসনে জয়ী অথবা এগিয়ে বামফ্রন্ট প্রার্থীরা। ১৯৩টি আসনে এগিয়ে বা জয়ী কংগ্রেস। বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীরা আরও ১ হাজার আসনে দ্বিতীয় স্থানে।  
সিপিআই মোট- জয়ী ২, এগিয়ে ৩ আসনে। সিপিআই(এম) জয়ী ৪৭ আসনে, এগিয়ে ৫৫৮ আসনে। কংগ্রেস জয়ী ২৬ আসনে, এগিয়ে ১৬৭ আসনে। ফরওয়ার্ড ব্লক জয়ী ১ আসনে, এগিয়ে ১৬ আসনে। আরএসপি এগিয়ে ১৭ আসনে। নির্দল প্রার্থীরা জয়ী ৫৯ আসনে, এগিয়ে ২৪১ টি আসনে। অন্যান্যরা জয়ী ৬৪ আসনে, এগিয়ে ৯৩ টি আসনে।
বামফ্রন্ট ও জোট গ্রাম পঞ্চায়েতে গোটা রাজ্যে কম বেশি হাজার আসন অতিক্রম করে দ্বিতীয় স্থানে।
কোচবিহারে ২৫০৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জয়ী ৩ টে আসনে। এগিয়ে রয়েছে ১৭৭ টি আসনে। বিজেপি জয়ী ১ টি আসনে। এগিয়ে রয়েছে ৫০ টি আসনে। সিপিআই(এম) এগিয়ে ২ টি আসনে। ৪ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৩টি আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থীরা।


জলপাইগুড়ি ১৭০১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭টি আসনে জয়ী তৃণমূল। এগিয়ে ১৩ টি আসনে। বিজেপি ২টি আসনে জয়ী এগিয়ে ৩টি আসনে। ২টি আসনে এগিয়ে রয়েছেন সিপিআই(এম) প্রার্থী।  একটি আসে এগিয়ে নির্দল প্রার্থী।
উত্তর দিনাজপুরে ২২২০ টি আসনের মধ্যে ৭ টি আসনে এগিয়ে তৃণমূল। সিপিআই(এম) এগিয়ে একটি আসনে। কংগ্রেস এগিয়ে একটি আসনে।
দক্ষিণ দিনাজপুরে ১৩০৮ টি আসনের মধ্যে ৬৬ টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ২৯ টি আসনে। সিপিআই(এম) এগিয়ে ৭টি আসনে। দুটিতে এগিয়ে কংগ্রেস। আরএসপি এগিয়ে ১০টি আসনে।
মালদায় ৩১৮৬ টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৬ টি আসনে। এগিয়ে ৯২ টি আসনে। বিজেপি জয়ী ৪টি আসনে। এগিয়ে ১৩ টি আসনে। সিপিআই(এম) জয়ী ৬টি আসনে। কংগ্রেস জয়ী ২টি আসনে। এগিয়ে ৩০টি আসনে। ফরওয়ার্ডব্লক এগিয়ে রয়েছে একটি আসনে। নির্দল এগিয়ে ৪টি আসনে। জয়ী একটি আসনে। অনান্যরা এগিয়ে ৩টি আসনে।


মুর্শিদাবাদে ৫৫৯৩ টি আসনের মধ্যে ১০৭ টি আসনে জয়ী তৃণমূল। এগিয়ে ২০৩ টি আসনে। বিজেপি ৮টায় এগিয়ে ৮টায় জয়ী। সিপিআই এগিয়ে ১টি আসনে। চারটি আসনে জয়ী সিপিআই(এম)। এগিয়ে ৭৪টি আসনে। কংগ্রেস ১৫টি আসনে জয়ী ৬৫ টি আসনে এগিয়ে। ফরওয়ার্ডব্লক এগিয়ে রয়েছে একটি আসনে।  আরএসপি এগিয়ে ৩ টি আসনে। আনান্যরা জয়ী একটি আসনে। নির্দল এগিয়ে ১৬ টি আসনে। জয়ী ৩টি আসনে।
নদীয়ায় ৪০১১ টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী তৃণমূল। এগিয়ে ১৮৮টি আসনে। দুটি আসনে জয়ী বিজেপি। এগিয়ে ৪৬ টিতে। সিপিআই(এম) জয়ী একটি আসনে। এগিয়ে ২৮ টি আসনে। ৫টি আসনে এগিয়ে কংগ্রেস। অনান্য এগিয়ে ১ টা আসনে। নির্দল এগিয়ে ৫টা আসনে।

উত্তর ২৪ পরগনায় ৪৫৩৫টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ৩২ টি আসনে। এগিয়ে ১২৩টিতে। বিজেপি এগিয়ে ৬টিতে। ২২টি আসনে এগিয়ে সিপিআই(এম)। ৩টিতে এগিয়ে কংগ্রেস। একটিতে জয়ী ৪টিতে এগিয়ে নির্দল।

 


দক্ষিণ ২৪ পরগণা- সিপিআই(এম) জয়ী- ৯- এগিয়ে ১০, আরএসপি- ৩ কংগ্রেস জয়ী ৩, এগিয়ে ২
হাওড়া- সিপিআই(এম) এগিয়ে ১৮, কংগ্রেস এগিয়ে ৫, ফব জয়ী ১ 
হুগলী- সিপিআই(এম) জয়ী ৬, এগিয়ে ১৭৯, সিপিআই জয়ী ১, এগিয়ে ১, কংগ্রেস  এগিয়ে ৪, ফব এগিয়ে ২
পূর্ব মেদিনিপুর- সিপিআই এগিয়ে ১, সিপিআই(এম) জয়ী ১, এগিয়ে ১৫, কংগ্রেস এগিয়ে ১

পশ্চিম মেদিনিপুর- সিপিআই ১ এগিয়ে, সিপিআই(এম) জয়ী ২, এগিয়ে১১, কংগ্রেস এগিয়ে ১
পুরুলিয়া- সিপিআই(এম) জয়ী ৩, এগিয়ে ৯৯, কংগ্রেস জঈব ২, এগিয়ে ৩৭, ফব এগিয়ে ১২
বাঁকুড়া- সিপিআই(এম) জয়ী ৪, এগিয়ে ২০, কংগ্রেস জঈব ১, এগিয়ে ২

পূর্ব বর্ধমান- সিপিআই(এম) জয়ী ৩, এগিয়ে ৩৭, কংগ্রেস জয়ী ১, এগিয়ে ২, 
বির্ভূম- সিপিআই(এম) জয়ী ১, এগিয়ে ৭, কংগ্রেস জয়ী ১, এগিয়ে ৪
আলিপুরদুয়ার- সিপিআই(এম) এগিয়ে ৭,, আরএসপি এগিয়ে ১
ঝাড়গ্রাম- সিপিআই(এম) জয়ী ৩, এগিয়ে ২
পশ্চিম বর্ধমান- সিপিআই(এম) জয়ী ১০, এগিয়ে ১২


 

Comments :0

Login to leave a comment