পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত ছিলো হাবড়া ২নং ব্লকের অশোকনগর বয়েজ সেকেন্ডারী স্কুল। সাতসকালেই ভুরকুন্ডা পঞ্চায়েতের সিপিআই(এম) সমর্থিত নির্দল প্রার্থী শওকত মন্ডল ২৫৪ ভোটে এগিয়ে থাকার সময় স্থানীয় তৃণমূল নেতা গণনা কেন্দ্রে ঢুকে ব্যালট কেড়ে নিয়ে বাইরে জলে ফেলে দেয়। সিপিআই(এম) সমর্থকরা সেই ব্যালট উদ্ধার করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। প্রশাসন তার দিকে কর্ণপাত না করে ওই বুথের তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করে। শুরু হয় বাক বিতণ্ডা। তার কিছু পরেই আইএসএফের এক জয়ী প্রার্থীকে মারধোর করে গণনা কেন্দ্র থেকে টেনে হিঁছড়ে বার করা দেয় তৃণমূলের লুম্পেন বাহিনী। তারপরেই গণনা কেন্দ্রে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক। আরও উৎসাহিত হয় তৃণমূলের লুম্পেন বাহিনী। হাবড়া ২নং ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বামফ্রন্ট মনোনীত ও সমর্থিত জোটের জয়ী প্রার্থীদের জোর করে মারধোর করে বাইরে বের করতে থাকে শাসক দলের ওই মস্তান বাহিনী।
তাদের যোগ্য সঙ্গত করে তৃণমুলের দালাল বারাসাত জেলা পুলিশ বাহিনী। এরই মধ্যে আগুনে ঘৃতাহুতির মতো গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভেতর ঢুকে ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী বেশ কিছু ব্যালট পেপার ছিড়ে ফেলেন ও কিছু চিবিয়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ জানান ওই বুথের সিপিআই(এম) প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। আরও উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগরের গণনা কেন্দ্র। হাবড়া ২নং ব্লকের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩১নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে এই অভিযোগ। ওই বুথে সিপিআই(এম) প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার চার ভোটে জয়লাভ করেছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এরই মধ্যে স্থানীয় প্রশাসন তৃণমূল প্রার্থী মহাদেব মাটিকে জয়ী বলে ঘোষণা করেন। তারপরেই গণনা কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন বাম কর্মী সমর্থকরা। রাস্তা অবরোধও হয়। পুলিশ এসে জোর করে অবরোধ তুলে দেয়। শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। বাম এবং আইএসএফের ক্যাম্পে এসে তুমুল লাঠিচার্জ করে এসডিপিও রোহিদ শেখের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গণনা কেন্দ্রের মধ্যেও বিক্ষোভ দেখাতে শুরু করেন বামফ্রন্ট ও আইএসএফ প্রার্থীদের এজেন্ট রা। বন্ধ হয়ে যায় ভোট গণনা। ভোটকর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। তারাও ভোট গণনা করতে অস্বীকার করেন। হাবড়া ২নং ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে ফের শুরু হয় ভোট গণনা। খবর পাঠানোর সময় সিপিআই(এম)'র পাঁচজন জয়ী প্রার্থীকে গণনা কেন্দ্রের মধ্যেই আটকে রেখেছে তৃণমূলের লুম্পেন বাহিনী।
Comments :0