GARBETA ABISHEK BANERJEE

‘ভোট দিচ্ছি, আমাদেরকে দেখছে না’,
গড়বেতায় মহিলারা ঘিরলেন অভিষেকের কনভয়

রাজ্য জেলা

GARBETA ABISHEK BANERJEE এমনই জীর্ণ, শীর্ণ চেহারার মহিলারা শামিল বিক্ষোভে। ছবি ও ভিডিও: চিন্ময় কর।

তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ফের বিক্ষোভের মুখে পড়লেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের গরিব মহিলারা। আবাস যোজনার মতো সরকারি প্রকল্পে বেনজির দুর্নীতিতে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। (দেখুন ভিডিও)

গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে অভিষেকের গাড়ি থামিয়ে কথা বলতে চান মহিলারা। নিরাপত্তারক্ষীদের বাধায় বলতে পারেননি। রাস্তার ভিড় সরিয়ে দিয়ে ‘নবজোয়ার যাত্রা’-র কনভয় বেরিয়ে যায়। অভিষেককেও গাড়ি থেকে নেমে কথা বলতে দেখা যায়নি।

অভিষেকের কনভয় ঘিরে মহিলাদের তুমুল বিক্ষোভ, গরিব তাঁরা । কিন্তু লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা না পাওয়ার অভিযোগ। আবাস যোজনার বরাদ্দ হয়নি টাকা দিতে না পারায় ক্ষোভ তীব্র। 

অভিষেকের কনভয় চলে যাওয়ার পর এই মহিলারা বলেছেন, ‘‘ঘর দুয়ারগুলা ফেটে গেছে। ঘর চাই আমাদের। কথা বলতেই দিল না।’’ কেউ কেউ বলেছেন, ‘‘যাদের পাঁচতলা বিল্ডিং আছে তাদের হচ্ছে। আমাদের হচ্ছে না।’’ 

শোরগোলের মধ্যে বলতে শোনা গেছে এক মহিলাকে, ‘‘ঘর দুয়ারগুলার মাটি ফেটে গেছে। বর্ষায় পড়ে যাবে। পাশে আছি, ভোট দিচ্ছি। আমাদেরকে দেখছে না।’’

আবাস যোজনা থেকে একশো দিনের কাজ, গ্রাম বাংলায় তৃণমূলের বেনজির দুর্নীতির প্রতিবাদ শোনা যাচ্ছে সর্বত্র। সিপিআই(এম) গ্রামে গ্রামে ‘গ্রাম জাগাও চোর তাড়াও’ স্লোগান তুলে মিছিল করেছে। বহু জায়গায় বিক্ষোভ হয়েছে বিডিও’র দপ্তরে। আবাসের তালিকা দেখতে সরকারি দপ্তর ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। 

এদিন চন্দ্রকোনায় একেবারে প্রান্তিক অংশের মহিলারাই শামিল হয়েছিলেন বিক্ষোভে। মলিন পোশাক, দুমড়ে যাওয়া শরীর নিয়েও বলতে চেয়েছেন ক্ষোভের কথা। বলেছেন, দুর্নীতিতে তাঁদের ক্ষোভের কথা। 

শুক্রবার শালবনিতে বিক্ষোভের মুখে পড়ে অভিষেকের কনভয়।

Comments :0

Login to leave a comment