চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙের সঙ্গে খানিক সময় কাটালেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শি’র করমর্দনের ছবি ছড়িয়েও পড়ল। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ গোষ্ঠীর বৈঠক চলছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো ইউডোডো আয়োজিত নৈশভোজের আসরে এদিন মিলিত হন গোষ্ঠীর বিভিন্ন দেশের প্রধানরা।
জি-২০ গোষ্ঠীর এবারের শীর্ষ বৈঠকে সম্মিলিত বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। মহামারী পরবর্তী বিশ্বে অর্থনৈতিক সঙ্কট কাটানোর পথ খুঁজতে জোর দেওয়া হয়েছে। সোমবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে হাত মিলিয়েছিলেন শি।
২০২০’তে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ানে ভারত এবং চীনের সেনাদের মধ্যে সংঘাত হয়। দু’দেশের সম্পর্কে গুরতর অবনতি হয় সেই ঘটনার পর। আমেরিকার সঙ্গে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া রয়েছে চারদেশের জোট। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার সক্রিয়তার পাশাপাশি অন্য দেশগুলির সঙ্গত দেওয়ায় বারবার ক্ষোভ জানিয়েছে চীন।
মঙ্গলবার বালিতে ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের সঙ্গেও মিলিত হয়েছেন মোদী।
Comments :0