Book Fair Yubashakti

যুবশক্তি-র স্টল উদ্বোধন বইমেলায়, দেখুন সরাসরি

রাজ্য কলকাতা

বইমেলায় যুবশক্তি-র স্টল উদ্বোধন হলো শুক্রবার। ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন হয়। মূল গেটে প্যালেস্তাইনের সংহতি, নওজোয়ান ভারত সভার শতবর্ষকে স্মরণ করা হয়েছে। উদ্বোধন করেছেন শিল্পী সুপ্রিয় দত্ত, ছিলেন সুজন চক্রবর্তী এবং যুব নেতৃবৃন্দ। স্টল নম্বর ৫০৪।

 

Comments :0

Login to leave a comment