Abhishek Banarjee

এক ঘন্টার মধ্যে ইডি দপ্তর ছাড়লেন ভাইপো

রাজ্য

মাত্র এক ঘন্টা ইডি দপ্তরে থাকলেন অভিষেক ব্যানার্জি। বুধবার কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ হয়। ইডির নোটিশ অনুযায়ী তৃণমূল সাংসদ বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান। বেলা ১২টার মধ্যে তাকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। 
বাইরে এসে এদিন যথারিতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দাবি করেন যে তিনি তদন্তকারি সংস্থার সাথে সব সময় তদন্তে সহযোগীতা করবেন। কিন্তু অতীতে বার বার দেখা গিয়েছে যে ডায়মন্ড হারবারের সাংসদ আদালতের দ্বারস্থ হয়েছে রক্ষা কবচের আবেদন চেয়ে। বৃহস্পতিবার অভিষেক জানিয়েছেন যে, তিনি ইডির কাছে ছয় হাজার পাতার নথি জমা করেছেন। সেই নথি যাচাই করে ইডি তাকে ভবিষ্যতে ডাকলে তিনি সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।
অভিষেকের হাজিরা প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ‘‘মোদী অমিত শাহ পিসি ভাইপোকে বিব্রত করতে চায় না। আগের থেকেই ঠিক ছিল যে তিনি আজ গিয়ে ফিরে আসবেন। দিল্লিতে সব সেট হয়ে গিয়েছে।’’

Comments :0

Login to leave a comment