Accident

পিকনক থেকে ফেরার পথে রূপনারায়ন নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৫

রাজ্য জেলা

পিকনিক থেকো নৌকায় চেপে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে নৌকা উল্টে নিখোঁজ হয়ে গেলেন ৫ জন। নিখোঁজদের মধ্যে একটি শিশু আছে। দূর্ঘটনাটি ঘটেছে বৃ্হস্পতিবার সন্ধ্যায় বাগনান থানার বাকসীর রূপনারায়ণ নদীতে। নিখোঁজরা হল  বেলগাছিয়ার ষষ্ঠীতলার লিচুবাগানের বাসিন্দা অচ্যুত সাহা, অমর ঘোষ ও তার স্ত্রী সুনন্দা ঘোষ (৫৯) ঋষভ পাল (৭) ও মানকুরের বাসিন্দা প্রিতম মান্না (১৭) ।  জানা গিয়েছে এদিন সকালে লিলুয়ার বেলগাছিয়া থেকে মহাদেব কর্মকার ও তার আত্মীয়রা মানকুরের শীতলাতলায় গনেশ মান্নার বাড়িতে আসে। পরে সেখান থেকে কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে সকাল ১০টা নাগাদ তারা একটি ছোট নৌকা চেপে ১৯ জন পশ্চিম মেদিনীপুরের দুধকোমড়া হাটের ত্রিবেনী পার্কে পিকনিক করতে যায়। স্থানীয় সূত্রে খবর এদিন পিকনিকের শেষে সন্ধ্যা ৬টা নাগাদ নৌকায় চেপে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে আচমকাই নৌকা উল্টে যায়। সকলেই নদীতে পড়ে যায়। দূর্ঘটনার পর মানকুর ঘাটে থাকা মাঝিরা নৌকায় করে ১৪ জনকে উদ্ধার করতে পারলেও ৫ জন তলিয়ে যায়। নৌকায় থাকা দিপ্তী কর্মকার জানান নৌকাটি ত্রিবেনী পার্কে ছাড়ার পরেই নৌকায় জল ঢুকতে শুরু করে। আমরা মাঝিকে সেটা বললেও সে তাতে কর্নপাত না করায় নৌকার ভিতরে জল বাড়তে থাকে। পরে নৌকাটি মাঝ নদীতে আসলে নৌকাটি একদিকে হেলে গেলে সকলে নদীতে পড়ে যাই। পরে অন্য একটি নৌকার মাঝি আমাদের ১৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকিরা নিখোঁজ হয়ে যায়। 

অন্যদিকে নৌকাডুবির পর পুলিস প্রশাসন নৌকায় নদীতে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফকে। গনেশ মান্না বলেন ছোট নৌকা হওয়ায় যাওয়র সময় দুবারে নদী পারাপর করলেও ফেরার সময় একবারে ফিরতে গিয়ে এই বিপত্তি। তিনি জানান এখনও নিজের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এদিকে এই ঘটনার পর এলাকায় কান্নার রোল উঠেছে। নিখোঁজদের পরিবারদের খবর পাঠান হয়েছে। এদিকে রাতে ঘটনাস্থলে যান হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার স্বাতী ভাঙ্গালীয়া। তিনি জানান নদীর দুই দিক থেকেই পুলিস তল্লাশি শুরু করেছে।

শুক্রবার সকালে সুনন্দা ঘোষ (৫৯) এর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ দের খোঁজে ডুবুরী নামানো হয়েছে। 

Comments :0

Login to leave a comment