আদিবাসী নৃতের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর দিনাজপুর জেলা ১৫ তম সম্মেলন শুরু হলো ইটাহারে। উপস্থিত রাজ্য সম্পাদিকা কনিনীকা ঘোষ বোস, সভানেত্রী অঞ্জু কর, রাজ্য নেতৃত্ব রত্না ভট্টাচার্য, অর্চনা মণ্ডল ছাড়াও সুপ্রীতি ঘোষ মজুমদার, বেলা চ্যার্টাজী, আল্পনা বর্মন, কৃষ্ণা সেনগুপ্ত প্রমুখকেরা মিছিলের পুরোভাগে ছিলেন। ইটাহার বাজার চৌরাস্তা পোর্সা হয়ে মঙ্গলবার মিছিল এসে শেষ হয় সম্মেলন স্থলে।
ইটাহার মাইনোরিটি সভা কক্ষে ১৫ তম সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অর্চনা মণ্ডল। নারী নির্যাতনের প্রতিবাদে, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও দুর্নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে, লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে নভেম্বর মাস জুড়ে রাজ্য ব্যাপী পদযাত্রা হবে। দীর্ঘ লড়াই হবে বাংলার প্রান্ত জুড়ে তাতে মহিলাদের বেশি বেশি করে যুক্ত করতে হবে। উদ্বোধন করে কথা গুলি বলেন অর্চনা মণ্ডল। জেলার বিভিন্ন প্রান্ত এলাকা থেকে শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়েছেন।
aidwa conference
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে ইটাহারে শুরু হল মহিলা সমিতির সম্মেলন
×
Comments :0