Foreign Football Matches

রোনাল্ডোর আল নাসেরের খেলা , কোপা দেল রে তে লড়াই বার্সা আতলেতিকোর

খেলা

মঙ্গলবার ফুটবলময় গোটা দিন। সৌদি প্রো লিগে মক্কার কিং আব্দুল্লা আজিজ স্টেডিয়ামে রোনাল্ডোর আল নাসের খেলবে আল ওয়েদার বিরুদ্ধে । খেলা শুরু ভারতীয় সময় রাত ৯:৩০টায় । ভারতীয় সময় রাত ১:৪৫মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে সাউদাম্পটন । ২৬ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে এনজো মারেস্কার দল। অন্যদিকে ২৬ম্যাচে ৯পয়েন্ট নিয়ে সর্বশেষ স্থানে রয়েছে সাউদাম্পটন । তাই এই ম্যাচে জয় পেতে বদ্ধপরিকর তারা । রাত ২টোয় ( বুধবার ) কোপা দেল রে -র সেমিফাইনালের প্রথম লেগে নামবে বার্সিলোনা ও আতলেতিকো মাদ্রিদ । খেলাটি হবে অলিম্পিক লুইস স্টেডিয়ামে । বুধবার সকাল ৬টায় কনকাকাফ চ্যাম্পিয়নশিপে মেসির ইন্টার মায়ামি খেলবে কানসাস সিটির বিরুদ্ধে। 

Comments :0

Login to leave a comment