বৃহস্পতিবারের পরে শনিবার ফের রাজ্যে পুলিশের ওপর হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ময়না। জমি বিবাদ থামাতে গিয়ে গত বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে আক্রান্ত হয়েছিল পুলিশ। পুলিশ কর্মীদের গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছিল। এবার পেট্রোলিংএ বেড়িণে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচাতে আহত ময়না থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত নটা নাগাদ। জানা গেছে মায়না থানার অন্তর্গত বাকচাগ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ পেট্রোলিং বেড়িয়েছিল সেই সময় এক পুলিশ অফিসার সহ চার পুলিশ কর্মী আক্রান্ত হয়। অভিযোগ বেশ কিছু মানুষ পুলিশকে লক্ষ্য করে বাঁশ, ডাবের খোলা, ইঁট দিয়ে আক্রমণ করে। ঘটনায় পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ অফিসার-সহ চারজন পুলিশকর্মী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। আহতদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে হামলার কারণে কে বা কারা আক্রমণ করলো এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Aattack on Police
ফের পুলিশের উপর হামলা, এবার পূর্ব মেদিনীপুরে
×
Comments :0