NATIIONAL PENSION SCHEME

পুরনো পেনশন ব্যবস্থা চালুর দাবি অসমের সরকারি কর্মচারীদের

জাতীয়

NATIONAL PENSION SCHEME OLD PENSION SCHEME BENGALI NEWS

পুরনো পেনশন ব্যবস্থা ফেরানোর দাবিতে অঙ্গীকারবদ্ধ হলেন সেরাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী। সোমবার গুয়াহাটিতে একটি সভা করেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। সিপিআই(এম) সহ রাজ্যের বিরোধী দলগুলি এবং বিশিষ্টদের তরফে তাঁদের সংহতি জানানো হয়েছে। 

এদিন অল অসম গভর্নমেন্ট এনপিএস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে এই সভা হয়। সভা থেকে পুরোনো পেনশন ব্যবস্থা ফেরানোর দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়। বিবৃতি দিয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাঁদের দাবিকে জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি ফর ওল্ড পেনশন স্কিম অসম, জয়েন্ট ফোরাম ফর রিস্টেরেশন অফ ওল্ড পেনশন স্কিম অসমের মত অন্যান্য সংগঠনও সমর্থন জানিয়েছে। 

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইশফাকুর রহমান। তিনি বলেন, ‘‘এনপিএস বাতিলের দাবিতে হওয়া আন্দোলনকে সমর্থন জানায় সিপিআই(এম)। যাঁরা এনপিএস’র হয়ে সওয়াল করছেন, তাঁদের জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত। সাধারণ মানুষের স্বার্থে পুরনো পেনশন ব্যবস্থা ফেরানো উচিত।’’

সভা থেকে গৃহীত প্রস্তাবে সরকারি কর্মচারীরা দাবি জানিয়েছেন, জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস বাতিল করতে হবে। সমস্ত সরকারি শ্রমিক-কর্মচারী এবং শিক্ষকের জন্য পুরনো পেনশন ব্যবস্থায় পেনশন বরাদ্দ করতে হবে। একইসঙ্গে ২০১৩ সালে পাশ হওয়া পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যক্ট বাতিলেরও দাবি জানান সরকারি কর্মচারীরা। 

 

 

Comments :0

Login to leave a comment