শারদোৎসবকে নিজেদের দলীয় উৎসবে পরিণত করতে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে। আরজি কর মেডিক্যাল কলেজে কর্মরত অবস্থায় নারকীয় বর্বরতার শিকার পিজিটি তরুণী চিকিৎসকের চোখের রক্ত মশাল হয়ে ওঠার প্রতিবাদী পরিস্থিতির প্রেক্ষাপটে, মানুষের আকাঙ্ক্ষা, ‘‘প্রতিবাদের উৎসব ও উৎসবের প্রতিবাদ’’। এই আবহ তৃণমূলের ভয়ের কারণ হয়ে উঠেছে। মন্ডপে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি’র ছবি রাখতে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিছু কিছু মণ্ডপে এখন থেকেই এরকম ছবিও দেখা যাচ্ছে। এখানেই শেষ নয়, সিপিআই(এম)’র পরিচালনায় বুক স্টল তৈরিতেও বাধা দেওয়া শুরু করা হচ্ছে। এমনই ঘটনা হয়েছে, বরানগরে। পার্টির তরফে জানানো হয়েছে যে, ডানলপের পিডব্লিউডি রোডের পাশে অশোক গড়ের কাছে প্রায় ৬০ বছর আগে থেকে হয়ে চলা বুক স্টলের কাঠামো তৈরি করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে। গোপাল লাল ঠাকুর রোডের বেহালা পাড়া মোড়ের সিপিআই(এম) পরিচালিত বুক স্টলের কাঠামো তৈরির সময়ে ডেকোরেটরের ওপর চাপ সৃষ্টি করে কাঠামো খুলে নিয়ে যাওয়া হয়েছে। ডেকোরেটর ব্যবসায়ীর থেকে জানা গেছে যে, স্থানীয় কাউন্সিলরের নির্দেশেই কাঠামো খুলে নেওয়া হয়েছে। সর্বত্রই বুক স্টল তৈরিতে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের বিধায়কের নাম করে। জনবহুল স্থানগুলিতে বুক স্টলের বহু পুরানো ঐতিয্য অছে বরানগরের। প্রতিবছরই প্রশাসনের অনুমতি চেয়ে যথাযথ আবেদন জানিয়ে বুক স্টল গুলি হয়ে থাকে। বুক স্টল তৈরিতে বাধা দানের প্রতিবাদ করে, সিপিআই(এম)’র পক্ষ থেকে বলা হয়েছে, সর্বস্তরে লিখিতভাবে প্রতিবাদ জানানো হবে এবং সব কয়টি বুক স্টলই সংগঠিত করা হবে।
Book Stall
বরানগরে বুক স্টল তৈরিতে পুলিশের বাধা
×
Comments :0