Car Fire

হাওড়া ব্রিজে কলকাতা গামী গাড়িতে আগুন

রাজ্য

 

হাওড়া ব্রিজের ওপরে কলকাতা গামী একটি চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটছে মঙ্গলবার রাত সোয়া আটটা নাগাদ। গাড়ির চালক কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে গোটা গাড়ি জ্বলতে শুরু করে। খবর যায় হাওড়া ফায়ার স্টেশন সেখান থেকে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আসে ট্রাফিক ও নর্থ পোর্ট থানার পুলিশ। পরে সেন্ট্রাল এভিনিউ থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্রেন দিয়ে ক্ষতইগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

চলতি মাসের প্রথম দিকে দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় একটি গাড়িতে আগুন লাগে। সেদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দম্পতির। গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। এরপরই গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। কলকাতা থেকে হাওড়াগামী লেনে ওই ঘটনা ঘটে। প্রথমে টোলপ্লাজার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিন গাড়িটি কার্যত পুরো ভস্মীভূত হয়ে যায়। এদিন এই আগুন লাগার ঘটনায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। জানা গেছে ওই প্রাইভেট গাড়িতে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী।

Comments :0

Login to leave a comment