Chain Pulling in Train

পড়ে গেছে মোবাইল, ট্রেনের চেন টেনে বিপাকে যুবক

জেলা

রেল যাত্রীদের সুবিধার্থে ট্রেনে চেন টানার ব্যাবস্থা করেছে ভারতীয় রেল। ট্রেনের মধ্যে কোনও সমস্যার সম্মুখীন হলে যাত্রী যাতে চেন টেনে ট্রেন থামাতে পারেন সেই কারণেই এই ব্যবস্থা। কিন্তু ট্রেন থেকে মোবাইল পড়ে যাওয়ায় চেইন টেনে বিপাকে যুবক। জানা যায়  এক রেলযাত্রী  মালদা হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে ওঠেন। মেমারি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ৩২ নম্বর রেলগেটের কাছে তার মোবাইলটি পড়ে যায়। তখন চেইন টানেন ওই যুবক। চেইন টানার ফলে ট্রেনটি মেইন এবং রিভার্স লাইনের মাঝখানে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায় একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন। প্রায় এক ঘন্টা বন্ধ থাকে মেমারির ৩২ নম্বর রেলগেট। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় রেলযাত্রী থেকে শুরু করে মেমারি শহরবাসীকে। এরপর মেমারি স্টশনে কর্তব্যরত আরপিএফের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।

Comments :0

Login to leave a comment