Kolkata Book Fair

২০১১’র পর বইমেলায় অংশ নিচ্ছে চীন, থাকছে ইউক্রেনও

কলকাতা

চীন ছাড়াও এবারের কলকাতা বইমেলায় অংশ চিচ্ছে ইউক্রেন। ২০১১ সালে শেষবার কলকাতা বইমেলায় অংশগ্রহণ করেছিল চীন। গতবছরের ন্যায় ৪৯’তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বইমেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এই খবর জানিয়েছে। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ২০১১ সালের পর এবার বইমেলায় অংশ নিচ্ছে চীন ৷ শেষ মুহূর্তে তারা জানিয়েছে এই বছর বইমেলায় তারা আসবেন। এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। সরাসরি ও যৌথভাবে প্রায় ২টি দেশ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে। ২২ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অতিথি হিসেবে থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে সাহিত্য সম্মানে ভূষিত করা হবে। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি জানান, গত বছর প্রায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন বইমেলায়। এবছরে এই সংখ্যা বাড়বে। তাই এবছরে বিশেষ বুথ করা হয়েছে মেলা প্রাঙ্গণে। মেলার গেট নম্বর ১ এবং ২’র মাঝে মেট্রো বুথের বন্দোবস্ত করা হয়েছে। এখান থেকেই ইউপিআই’র মাধ্যমে মেট্রোর টিকিট কাটা যাবে। থাকছে বাড়তি বাসও। সেই সঙ্গে ক্যাব এবং বাইকেরও বুথ থাকছে। অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন মারফত মেলার মধ্যে যে কোনও স্টল খুঁজে পাওয়া যাবে। গ্রাউন্ড ম্যাপের পাশাপাশি মেলার সব গেটে কিউআর কোড স্ক্যান করে মেলা প্রাঙ্গণের ডিজিটাল ম্যাপও পাওয়া যাবে।

Comments :0

Login to leave a comment