Karnataka Assembly Result

১৩৪ আসনে এগিয়ে কংগ্রেস

জাতীয়

গগনার প্রথম রাউন্ড থেকেই স্পষ্ট ছিল ট্রেন্ড। বিজেপিকে পিছনে ফেলে প্রথম থেকেই এগিয়ে ছিল কংগ্রেস। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে ব্যাবধান। কর্ণাটককে ২২৪ টি বিধানসভা আসনের মধ্যে ১৩৪টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৬৪টি আসনে বিজেপি ২২টি আসনে জেডিএস এবং অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। কর্ণাটকে সরকার গড়তে দরকার ১১৩টি আসন।

২০১৮ সালে কংগ্রেস জেডিএস জোট ক্ষমতায় আসে। কিন্তু দুই দল ভাড়িয়ে ক্ষমতা দখল করে বিজেপি। এবারও যে বিজেপি দল ভাঙানোর চেষ্টা করবে না তা জোড় দিয়ে কেউ বলতে পারছে না। এই পরিস্থিতিতে কংগ্রেস সূত্রে খবর জয়ী বিধায়কদের ‘গোপন ডেরায়’ রাখা হবে দলের পক্ষ থেকে। তবে মুখ্যমন্ত্রীকে হবে তা এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কংগ্রেস ১৩৪ আসনে এগিয়ে থাকলেও ১১১টি আসনে জয়ী হয়েছেন তারা।

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার লাগাতার সভা করেছেন প্রধানমন্ত্রী। প্রচারমূলক সিনেমা কেরালা স্টোরিকে হাতিয়ার করে সম্প্রদায়িক উষ্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাঁঁ সেই সব চেষ্টা বিফলে গিয়েছে।   

Comments :0

Login to leave a comment