ডেঙ্গু আক্রান্ত হয়ে কংগ্রেস নেতার মৃত্যু। সোমবার সকালে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রক্তন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি মহম্মদ জহরের মৃত্যু হয়। জানা গেছে কয়েকদিন আগে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শারীরিক অবস্তার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালিন এদিন সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
আউটরিচ এন্ড কমিউনিকেশন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান সৌম্য আইচ রায় এদিন এক শোকবার্তায় নিহত কংগ্রেস নেতার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় মোহাম্মদ জহরের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আজ সকাল ৭টা নাগাদ, কলকাতার পিজি হাসপাতালে তাঁর আকস্মিক মৃত্যু হয়। সমগ্র বহরমপুর জুড়ে যে ডেঙ্গু প্রতিরোধের জন্যে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন সেই মহামারী ডেঙ্গুর কাছেই পরাস্ত হতে হল তাঁকে। ক্ষমা করবেন দাদা, একটি দুর্ভাগা রাজ্যের মানুষ আমরা আপনাকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারলাম না। আপনার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারাও সাবধানে থাকবেন।
Dengue
ডেঙ্গু আক্রন্ত হয়ে মৃত্যু মুর্শিদাবাদের কংগ্রেস নেতার
×
Comments :0