বৃহস্পতিবার নাগপুরে দলের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করে কংগ্রেস। সেই উপলক্ষে ‘হ্যায় তৈয়ার হাম’ বা ‘আমরা প্রস্তুত’ সমাবেশ করে কংগ্রেস। সেখান থেকে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে কেন্দ্রের প্রাক্তন শাসক দল।
এদিনের সভায় দাঁড়িয়ে খাড়গে বলেছেন, ‘‘নাগপুর শহরে ২টি আদর্শ রয়েছে। একটি বাবাসাহেব আম্বেডকরের, যা প্রগতীর পক্ষে। এবং অপরটি আরএসএস’র, যা দেশকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে।’’
এদিনের সভায় রাহুল বলেছেন, ‘‘রাজনৈতিক লড়াইয়ের মূলে রয়েছে আদর্শগত সংগ্রাম। কংগ্রেসের দর্শন হল, সাধারণ মানুষের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়া। বিজেপি দেশের একটা বড় অংশকে দারিদ্রের মুখে ঠেলে দিয়েছে। তাঁদের সেখান থেকে উদ্ধার করতে হবে। আমরা ধনী এবং দরিদ্রদের জন্য ২টি পৃথক ভারত চাইনা। একমাত্র ইণ্ডিয়া বিন্যাসই পারে যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে।’’
ইণ্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশজুড়ে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়ে রাহুল বলেন, ‘‘গত দশ বছরে কতজন যুব’কে মোদী সরকার কাজ দিয়েছে? এই সরকারের আমলে বেকারত্ব আকাশ ছুঁয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব নেই ওবিসি, দলিত এবং আদিবাসী অংশের মানুষের।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘‘আগে নরেন্দ্র মোদী নিজেকে ওবিসি বলে দাবি করতেন। কিন্তু আমরা জাতিভিত্তিক জনগণনার দাবি তুলতেই তিনি বলা শুরু করেছেন, ‘দেশে কেবলমাত্র একটি জাতি রয়েছে। সেটা হল গরীব মানুষ।’ দেশের একমাত্র জাতি যদি গরীব মানুষ হয়ে থাকে, তাহলে আপনি নিজেকে ওবিসি বলে দাবি করতেন কেন?’’
গান্ধী অভিযোগ করেন, দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দখল নিচ্ছে বিজেপি।
নাগপুরের সভায় মারাঠী ভাষায় বক্তব্য রাখেন খাড়গে। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক ন্যায় এবং সাম্যের বিরুদ্ধে। গণতন্ত্র সঙ্কটে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব আকাশ ছুঁয়েছে। দেশে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে। কিন্তু ওবিসি সম্প্রদায়ের মানুষকে কাজ দেওয়ার ভয়ে সেই শূন্যপদ পূরণ করা হচ্ছেনা। গরীব আরও গরীব হচ্ছে, আর ধনী আরও সম্পদশালী হচ্ছে।’’
খাড়গে বলেছেন, ‘‘ইণ্ডিয়া বিন্যাস ক্ষমতায় এলে দরিদ্র মানুষের ক্ষমতায়ণের জন্য ন্যায় প্রকল্প চালু করা হবে। দরিদ্র পরিবারগুলিকে মাসে ৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে। মোদী মণিপুরের নির্যাতিতাদের কাছে যাওয়ার সময় পাননা, কিন্তু সুরাটে হীরে ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করতে যাওয়ার সময় পান।’’
Comments :0