অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলী হিংসায় পূর্ব বর্ধমানে আরও এক সিপিআই(এম) কর্মী শহীদ হন। কেতুগ্রাম ২ ব্লকের কেতুগ্রাম উত্তর দাসপাড়ার সিপিআই(এম)-র কর্মী কমরেড পুলক সরকার তৃণমূলীদের আক্রমণে খুন হয়েছেন। কমরেড পুলক সরকার (৫৫) তিনি রেলের ঠিকাদারের অধীনে শিলিগুড়িতে কাজ করতেন। গত ৪ জুলাই কেতুগ্রামে ভোট উপলক্ষে বাড়ি এসে সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেন। তাঁর যে এলাকায় বাড়ি সেই বুথে হামলা চালিয়ে ভোট লুট করে শাসক দল। আক্রমণে গুরুতর আহত হওয়ার পর সোমবার তাঁর মৃত্যু হয়।
মন্তব্যসমূহ :0