Martyr village

রাজিবুলের গ্রামের দুই বুথে জয়ী সিপিআই(এম)

রাজ্য জেলা পঞ্চায়েত ২০২৩

আউশগ্রাম ২ব্লকের বিষ্ণুপুর শহীদের গ্রাম। এই গ্রামেই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণে সিপিআই(এম) কর্মী কমরেড রাজিবুল হক শহীদ হন। শুক্রবার বিকালে ভোটের আগের দিন তৃণমূলের গুন্ডাদের হাতে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি,  শনিবার সকালে রাজিবুলের মৃত্যু হয়। বিষ্ণুপুর গ্রামে সিপিআই(এম) প্রার্থী মহম্মদ আজাহারউদ্দিন ২০৯ ভোটে জয়ী হয়েছেন। তাঁর পাশের বুথে সিপিআই(এম) প্রার্থী মাসকুরা খাতুন জয়ী হয়েছেন ২২৯ ভোটে। 

অন্যদিকেপঞ্চায়েত নির্বাচনে তৃণমূলী হিংসায় পূর্ব বর্ধমানে আরও এক সিপিআই(এম) কর্মী শহীদ হন। কেতুগ্রাম ২ ব্লকের কেতুগ্রাম উত্তর দাসপাড়ার সিপিআই(এম)-র কর্মী কমরেড পুলক সরকার তৃণমূলীদের আক্রমণে খুন হয়েছেন। কমরেড পুলক সরকার (৫৫) তিনি রেলের ঠিকাদারের অধীনে শিলিগুড়িতে কাজ করতেন। গত ৪ জুলাই কেতুগ্রামে ভোট উপলক্ষে বাড়ি এসে সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেন। তাঁর যে এলাকায় বাড়ি সেই বুথে হামলা চালিয়ে ভোট লুট করে শাসক দল। আক্রমণে গুরুতর আহত হওয়ার পর সোমবার তাঁর মৃত্যু হয়। 

Comments :0

Login to leave a comment