হুগলী চন্ডীতলার জনাই গ্রাম পঞ্চায়েত জিতলো সিপিআই(এম)। ১৫ টি আসনের মধ্যে ৯ টি আসনে জয়ী হয়েছেন সিপিআই(এম) প্রার্থীরা।
উল্লেখ্য রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছেন বামফ্রন্ট প্রার্থীরা। কোথাও তারা এগিয়ে রয়েছে। আর যেখানে বামফ্রন্ট বা তার সহযোগীরা এগিবে রয়েছে সেখানে গননা কেন্দ্রে অশান্তির অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার একাধিক আসনে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যায় বামফ্রন্ট ও সহযোগী দল গুলি। ব্যালট বাক্স খোলার পর যখন শাসক দলের এই পিছিয়ে পড়ার ছবি দেখা যায় তখন গননা কেন্দ্রের ভিতর তৃণমূলের সশস্ত্র বাহিনী ভিতরে ধুকে বিরোধীদের আক্রমণ করে। কল্যাণপুরে জয়ী সিপিআই(এম) প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধর করে বাইরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Jonai
জনাই গ্রাম পঞ্চায়েত সিপিআই(এম)’র দখলে, বারুইপুরে আক্রান্ত সিপিআই(এম) এর জয়ী প্রার্থী
×
Comments :0