Joynagar tmc leader murder

তৃণমূলের কথায় গ্রেপ্তার হয়েছে আনিসুর : সুজন চক্রবর্তী

রাজ্য

খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর

তৃণমূল নেতাদের কথায় গ্রেপ্তার করা হয়েছে সিপিআই(এম) সমর্থক আনিসুর লস্করকে। জয়নগরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তারি ঘটনায় এমনই অভিযোগ করলেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। 

বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় রানাঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন সিপিআই(এম) কর্মী আনিসুর লস্কর। উল্লেখ্য আনিসুর দলুয়াখাকি গ্রামের বাসিন্দা যেই গ্রাম সোমবার সকালে পুড়িয়ে দিয়েছে তৃণমূল।

 

তৃণমূল নেতার খুনের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন আর এক অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যে নিহত হয়েছে এবং যিনি গ্রেপ্তার হয়েছে তাদের দুজনের পরিবারই দাবি করেছেন যে তারা তৃণমূল কর্মী। সুজন চক্রবর্তীর কথায়, ‘‘গোটা বিষয়টি সাজানো। অভিজুক্তদের বাড়ির লোক বলছে তারা তৃণমূল। আর আনিসুরকে গ্রেপ্তার করা হয়েছে, যে সেদিন সকালে বাড়ি ছিল। যার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো সে গ্রেপ্তার।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা দাবি করছি, কারা বাইক নিয়ে এলো? কোথায় গেলো তারা? কারা গ্রামে আগুন ধরালো? তাদের খুঁজে বার করুক পুলিশ।’’ চক্রবর্তীর অভিযোগ আসল দোষীদের আড়াল করতে মিথ্যা মামলা সাজানো হচ্ছে।

 

Comments :0

Login to leave a comment