Dead Body of Baby Found

কুয়ো থেকে উদ্ধার ব্যাগবন্দি সদ্যোজাতের মৃতদেহ

জেলা

Dead Body of Baby Found

সোমবার সকালে বাড়ির কুয়োয় মধ্যে উদ্ধার ব্যাগবন্দি সদ্যোজাতের মৃতদেহ। জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব অরবিন্দনগরের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে জলপাইগুড়ি শহরের পূর্ব অরবিন্দনগরের বাসিন্দা পেশায় দিনমজুর তাপসী সাহা সকালে কুয়ো থেকে জল আনতে যান।

 

 তিনি কুয়োর মধ্যে একটি কালো স্কুল ব্যাগ ভাসছে দেখতে পান। ব্যাগটি কুয়ো থেকে তুলতেই দেখা যায় ব্যাগের ভেতরে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে। 

 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। তাপসী সাহা জানিয়েছেন সারা দিন বাড়িতে কেউ থাকে না। সেই সুযোগে সদ্যোজাতের মৃতদেহ ব্যাগের মধ্যে বন্দি করে কুয়োর মধ্যে ফেলে দিয়ে গেছে। ঘটনার তদন্ত দাবি করেন তিনি। 
 

Comments :0

Login to leave a comment