satyapal Malik in delhi police station

দিল্লির থানায় ধরনায় সত্যপাল মালিক

জাতীয়


দিল্লি পুলিশের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে নিজের সমর্থকদের নিয়ে আপাতত থানাতেই ধরনায় বসলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। অণুমতি ছাড়াই মিটিং করায় তাকে থানায় ডাকে দিল্লি পুলিশ। এই নিয়েই পুলিশের সঙ্গে বচসা বাঁধে তার।  গতকালই টাকা তছরুপ মামলায় সিবিআই তলব করেছে সত্যপালমালিককে। তিনি নিজেও অভিযোগ করেছেন তিনি যখন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তখন কিরু জল বিদ্যুৎ তাপ প্রকল্পে কর্মরত সরকারি কর্মীদের স্বাস্থ্যবীমার টেন্ডার রিলায়েন্সকে পাইয়ে দেওয়ার জন্য আরএসএস-বিজেপি নেতা রাম মাধব তাঁকে প্রায় ৩০০ কোটি টাকার ঘুষ দিতে চেয়েছিলেন।
দিল্লি পুলিশের দাবি আর কে পুরমের একটি পার্কে বিনা অনুমতিতে মিটিং করেন তিনি। সেখানে হরিয়ানা থেকে বেশ কয়েকজন কৃষক নেতা তাদের সমর্থকদের নিয়ে আসেন। এমনকি অনুমতি ছাড়াই খাবারের আয়োজন করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে এসেছে দিল্লি পুলিশ।

Comments :0

Login to leave a comment