CONGRESS

কমলনাথের দলবদলের জল্পনা ওড়ালেন দিগ্বিজয়

জাতীয়

CONGRESS ARTICLE 370 BJP SUPREME COURT INDIAN POLITICS BENGALI NEWS

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষনেতা কমলনাথের সপুত্র দলত্যাগের জল্পনা তৈরি হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। বিজেপির একাংশের তরফে বলার চেষ্টা হচ্ছে, ছিন্দওয়াড়ার ৯ বারের সাংসদ শিবির বদলে বিজেপিতে যোগ দিতে পারেন। মূলত সেই কারণেই পুত্র নকুলনাথ এবং ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে দিল্লি গিয়েছেন কমলনাথ। 

যদিও কমলনাথের দলবদলের জল্পনায় জল ঢেলেছেন মধ্যপ্রদেশের অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সিং জানিয়েছেন, ‘‘কংগ্রেস থেকেই নিজের রাজনৈতিক অভিযান শুরু করেছিলেন কমলনাথ। তিনি দল ছাড়বেন না।’’

বিজেপির তরফে বলা হচ্ছে, নিজের অনুগত ৬জন বিধায়ককে নিয়ে দল বদলের প্রাথমিক কাজ সেরে ফেলতে চাইছেন কমলনাথ। এই ৬জনের মধ্যে ৩জন কমলনাথের গড় ছিন্দওয়াড়ার বিধায়ক। বাকি ৩জন ছিন্দওয়াড়া লাগোয়া এলাকাগুলির বিধায়ক। তাঁর দিল্লিযাত্রার তোড়জোড় শুরু করেছেন।

কমলনাথ শিবিরের ক্ষোভ, নভেম্বরে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলাফলের জন্য একতরফা কমলনাথকে দায়ী করা হয়। ২৩০ আসনের বিধানসভায় কংগ্রেস জয়ী হয় ৬৬আসনে।  তারফলে কমলনাথকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সেই পদে রয়েছেন জিতু পাটোয়ারি। 

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, কমলনাথ শিবিরের সঙ্গে দিল্লিতে রয়েছেন দীপক সাক্সেনা, লখন গাঙ্গোরিয়ার মত মধ্যপ্রদেশের প্রাক্তন কয়েকজন মন্ত্রী। নিজের এক্স অ্যাকাউন্টে(সাবেক টুইটার) অপর প্রাক্তন মন্ত্রী বিক্রম ভার্মাও বেসুরে গেয়েছেন। 

যদিও সমস্ত জল্পনা অস্বীকার করা হয়েছে কংগ্রেসের তরফে। দিগ্বিজয় সিং বলেছেন, ‘‘আমি সহ দলের বাকি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে কমলনাথের। তিনি এতটাই কংগ্রেস নিবেদিত প্রাণ ছিলেন যে আমরা কমলনাথ’কে ইন্দিরা গান্ধীর তৃতীয় পুত্র মনে করতাম। তিনি চিরকাল কংগ্রেসের সঙ্গে থেকেছেন একজন প্রকৃত কংগ্রেস নেতার মত। তিনি মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এআইসিসি’র সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তাঁর অসাধারণ মনের জোর। ইডি, সিবিআই’র মত সংস্থা দিয়ে তাঁকে ভাঙানো সম্ভব নয়।’’

একইসঙ্গে দিগ্বিজয় সিং বলেছেন, ‘‘বেশ কিছুদিন ধরে বিজেপি কমলনাথের দলবদলের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু কমলনাথ কি দল ছেড়েছেন? এর থেকেই স্পষ্ট, বিজেপি মিথ্যা প্রচার করে চলেছে।’’

Comments :0

Login to leave a comment