আসানসোল কর্পোরেশনের অন্তর্গত রানিগঞ্জ এলাকায় নাগরিক পরিষেবার দাবিতে সোচ্চার হল ডিওয়াইএফআই-এর রানিগঞ্জ আঞ্চলিক কমিটি। সোমবার কর্পোরেশনের রানিগঞ্জ বরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। বিক্ষোভ শেষে ১০ দফা দাবি নিয়ে রানিগঞ্জ বরো দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন রজনী পাশোয়ান, দশরথ কোড়া, গণেশ বাউরি প্রমুখ।
ডিওয়াইএফআই’র অভিযোগ, রানিগঞ্জ শহরে নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছেছে। নিয়মিত জঞ্জাল সাফাই হচ্ছে না। এদিন দাবি ওঠে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত জঞ্জাল ও নর্দমা সাফাই করতে হবে। রানিগঞ্জ শহরের যানযটের কারণে শহরবাসীর নাজেহাল অবস্থা। শহরের রাস্তা ভেঙে গেছে। দীর্ঘদিন ভাঙা রাস্তার সংস্কার হয় নি।সেই রাস্তা চলাচলের উপযোগী নয়।অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে।
যুব নেতৃত্বের অভিযোগ, জাতিগত শংসাপত্র প্রদানের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। তারফলে প্রকৃত প্রাপকরা বঞ্চিত হচ্ছেন। বার্ধক্যভাতা, বিধবাভাতা নিয়মিত মিলছে না। সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ডিওয়াইএফআই’র অভিযোগ, নাগরিক পরিষেবার বেহাল দশা কাউন্সিলরদের জানালেও তাঁরা কর্ণপাত করেনি।
Comments :0