JALPAIGURI E-RICKSHAW

জলপাইগুড়িতে পরীক্ষার্থীদের থেকে ভাড়া নিচ্ছেন না ই-রিকশা শ্রমিকরা

জেলা

মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় ই-রিকশা শ্রমিকরা। জলপাইহুড়িতে প্রবীর দাশগুপ্তের তোলা ছবি।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ই-রিকশা চালকরা। জলপাইগুড়ির ই-রিকশা চালক ইউনিয়নের কর্মীরাই নিয়েছেন উদ্যোগ। পরীক্ষার্থীদের থেকে ভাড়া নিচ্ছেন না সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের শ্রমিকরা। 

শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। এবার কোনও কারণ না দেখিয়েই এগিয়ে আনা হয়েছে পরীক্ষার সময়। বৃহ্স্পতিবারই ই-রিকশা চালক সংগঠন জেলার পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দিয়েছে। সুষ্ঠু যান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ই-রিকশা শ্রমিকরা। 

জলপাইগুড়িতে এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন নাগরিকরা। শ্রমিকরা জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ভাড়া নেওয়া হবে না। পরীক্ষার্থীদের পাশে রয়েছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment