গত দেড় ঘন্টায় একাধিকবার কেঁপে উঠলো জাপান। সোমবার জাপানে সকালের দিকে প্রথম ভূমিকম্প হয়। তারপর স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয় দেশে। তাদের সেই পূর্বাভাস অনুযায়ী দেশের একাধিক সমুদ্র তীরবর্তী এলাকায় জলচ্ছাস দেখা দিয়েছে। পাঁচ মিটার পর্যন্ত উঠেছে সমুদ্রের ঢেউ।
সূত্রের খবর স্থানীয় সময় বেলা চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে একাধিকবার কেঁপে উঠেছে জাপান। বহু ঘর বাড়িও ভেঙে পড়েছে। রেখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। তারপর থেকে যতো গুলো কম্পন হয়েছে তার প্রতিটার মাত্রা থেকেছে ৪-এর ঘরে। উপকুল এলাকার লোকদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
Comments :0