চোটের জন্য চলতি আইএসএলের বাকি মরশুমের জন্য ছিটকে গিয়েছেন ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার হোসে পারদো। বৃহস্পতিবার ক্লাবের তরফে ঘোষণা করা হয়, পারদো’কে ছেড়ে দিচ্ছে ক্লাব। তাঁর জায়গায় আসতে চলেছেন সার্বিয়ার বয়সভিত্তিক দলের প্রাক্তন সদস্য অ্যালেক্স্যান্ডার পানটিচ ।
সার্বিয়ার হয়ে অনূর্ধ-১৯ এবং অনূর্ধ-২১ স্তরে যথাক্রমে ৪টি এবং ১৯টি ম্যাচ খেলেছেন পানটিচ। করেছেন ১টি গোল। ক্লাব ফুটবলে ডায়নামো কিয়েভ, ভিল্লারিয়েল, রেডস্টার বেলগ্রেডের প্রথম সারির ইউরোপীয় ক্লাবে খেলেছেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার। লিওনেল মেসি, লুই সুয়ারেজের মত তারকাদের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে লাল হলুদের নবাগত এই ডিফেন্ডারের। ভারতে আসার আগে তিনি সাইপ্রাসের প্রথম সারির দল ডোক্সা কাটোকোপিয়াস এফসি’র সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন।
চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে সাড়া জাগানো ফুটবল খেলছিলেন পারদো। সুপার কাপ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই খেলোয়াড়ের বেরিয়ে যাওয়া নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা। যদিও ক্লাব জানিয়েছে, পারদো’র সুস্থ হয়ে ওঠা অবধি তাঁর পাশে থাকবে ইস্টবেঙ্গল।
পানটিচের নাম ঘোষণা হলেও তিনি এখনও ভারতে এসে পৌঁছননি। তাঁর ভিসার জন্য যুদ্ধকালীন তৎপরতায় আবেদন করেছে ইস্টবেঙ্গল।
Comments :0