সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ৩-২ গোলে হারের পর শেষ ছয়ের রাস্তা আরো কঠিনতর করে ফেলেছে ইস্টবেঙ্গল। মাঝমাঠের তারকা মাদি তালাল চোট পেয়ে গোটা মরশুমের মতো ছিটকে গিয়েছেন। তার জায়গায় এবার একজন ভেনেজুয়েলার মিডফিল্ডারকে সই করালো ইস্টবেঙ্গল। খেলোয়াড়টির নাম রিচার্ড সেলিস। ২৮ বছরের এই মিডিওর ২০২১ সালে ভেনেজুয়েলার জাতীয় দলে অভিষেকে ঘটে। ২০২১ এর কোপা আমেরিকাতেও ব্রাজিলের বিরুদ্ধে খেলেছিলেন রিচার্ড। ২০১৩ সালে আটলেটিকো ভেনেজুয়েলার হয়ে ক্লাব ফুটবলে অভিষেক ঘরে রিচার্ডের। এরপর কারাকাস , মিলিওনারিওস হয়ে ইস্টবেঙ্গলে যোগ দিলেন রিচার্ড। ২০২৪এ ভেনেজুয়েলান প্রিমিয়েরা ডিভিশনের দল একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলোতে খেলছিলেন রিচার্ড। রিচার্ড ফরোয়ার্ড পজিশনে খেললেও অস্কার তাকে হয়তো এটাকিং মিডফিল্ডার পজিশনেই খেলাতে চাইবেন। আগামী ১১ তারিখ গুয়াহাটিতে হবে ডার্বি ম্যাচ। তবে সেই ম্যাচে রিচার্ডের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
Comments :0