indian super league

আইএসএলে চেন্নাইনের মুখোমুখি ইস্টবেঙ্গল

খেলা

ছবি প্রতীকী।

 

শনিবার যুবভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে নামবে লাল হলুদ। খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়। বর্তমানে টেবিলের শেষের দিকেই অবস্থান দুই দলের। । ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল ও ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে চেন্নাইন। ইস্টবেঙ্গল জার্সি গায়ে প্রথমবার মাঠে নামবেন সদ্য আসা মেসি বউলি। রিচার্ড সেলিস ও মেসি বউলির যুগলবন্দী দেখতে মুখিয়ে রয়েছে লালহলুদ জনতা। শেষ ছয়ে যেতে দরকার প্রায় ৩০ পয়েন্টের। অর্থাৎ এখনও বাকি ৬টির মধ্যে অন্তত ৪টিতে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। তাই অঙ্কের বিচারে এই সুযোগ কাজে লাগাতে চান অস্কার। মূলত এ এফসি চ্যালেঞ্জার্স লীগের উদ্দেশ্যেই মেসি বউলিকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। তবে শনিবারের ম্যাচে তাকে নামানো হলে তার পারফরম্যান্স থাকবে আতস কাঁচের তলায়। অন্যদিকে চেন্নাইনে রয়েছে কিয়ান, প্রীতমদের মত প্রাক্তন মোহনবাগানিরা। যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিপক্ষে তাদের খেলার অভিজ্ঞতায় এগিয়ে রেখেছে চেন্নাইনকে। শেষ ছয়ে যেতে এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ চেন্নাইনের জন্যও।
 

Comments :0

Login to leave a comment