Elephant Death

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

খেলা

Elephant Death


চাষের জমিতে লাগানো বিদ্যুতের তার। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণ বয়স্ক পুরুষ দাঁতাল হাতির মৃত্যু হল। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি মন্ডলপাড়ার কৃষি জমির ওপর হাতিটির দেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বস্কা ব্যাঘ্র প্রকল্প এবং জলদাপাড়া বন্য প্রাণী অধিন বিভিন্ন বনকর্মী এবং আধিকারিকরা ঘটনাস্তলে আসে। বনদপ্তরের আধিকারিকরা ময়নাতদন্তের জন্য মৃত হাতিটিকে রাজাভাত খাওয়া প্রাণী হাসপাতালে পাঠিয়েছেন। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বস্কা ব্যাঘ্র প্রকল্পের উপ-অধিকর্তা পারভিন কাসোয়ান জানিয়েছেন স্থানীয় দুজন গ্রামবাসীরা কৃষি জমিকে বাঁচানোর জন্য বিদ্যুৎ এর তার লাগিয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে এই গ্রাম থেকে গুদাম ডাবড়ি জঙ্গল প্রায় দু কিলোমিটার দূরে। সেখানেই বিদ্যুতের তার লাগানো ছিলো। কিন্তু এভাবে বিদ্যুৎ তার লাগানো বেআইনি। সকাল থেকে গ্রামবাসীরা হাতিটিকে দেখতে ভীড় জমায়। 

Comments :0

Login to leave a comment